পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও নিম্নমানের মালামাল ক্রয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

Estimated read time 1 min read


সেপ্টেম্বর,৩০,২০২৪

আবু হানিফ রানা:


সোমবার সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশের ন্যায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও নিম্নমানের মালামাল ক্রয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী বৃন্দ।


মানববন্ধনে তাদের দাবী ছিলো, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও নিম্নমানের মালামাল ক্রয় ও সরবারহ প্রয়োজনিয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে ভিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগনকে হয়রানী করা,গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবাহের জন্য দ্বৈত্বনীতি পরিহারপূর্বক বি আর ই বি,পি এস একীভুতকরনসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মতি কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবী দ্রæত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রাখা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন,ডিজিএম এনামুল হক,নিশিথ,নুরুল আলম,এজিএম সুব্রত,ইমরুল,মঈন,সৌমিক,হান্নান,মুন্না,জাকির,অভিজিৎ,এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাওসার,রফিক,জামাল,রুপন,ইঞ্জিনিয়ার জুয়েল,অনিমেষ,রফিক,জলিল,মোকলেছ,এমআরসি এম রেজাউল,আশরাফ,আসাদ,হাবিব,মোস্তফা,নারী কর্মীদের মধ্যে কয়েকজন বিলিং সুপারভাইজার এবং বিলিং সহকারীসহ কয়েকশত লোকবল।

মানববন্ধন শেষে তারা অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবগত করানোর লক্ষ্যে স্বারকলিপি পেশ করে জেলা প্রশাসকের মাধ্যমে। ।
www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author