পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

Estimated read time 1 min read

সেপ্টেম্বর ২,২০২৪

নিজস্ব প্রতিবেদক

জনস্বার্থে পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ট্যুরিস্ট) মীর রেজাউল আলম, পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক মো. ইমাম হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এতে আরও বলা, তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author