ফেনীতে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত- ৬

Estimated read time 1 min read

এপ্রিল ৬, ২০২৪,

ফেনী প্রতিনিধি

ফেনীতে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (০৫ এপ্রিল) জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা  হয়েছে।

নিহতরা হলেন-ট্রাক চালক বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারাহা এলাকার আবুল হাওলাদারের ছেলে মো. মিজান (৩২)কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার আবুল খায়েরের ছেলে মোঃ আশিক, মৃত আমির আলীর ছেলে মোঃ আবুল খায়ের (৩৫),চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাততলা গ্রামের রহুল আমীনের ছেলে রিপাত (১৬),মোঃ ইয়াছিনের ছেলে সাজ্জাদ(১৬), নুর আহম্মদের ছেলে দ্বিন মোহাম্মদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকালে গেইটম্যান ছিল না।

এ সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ওইস্থান অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়।

এঘটনার খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশগুলো সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ছাগলনাইয়া থানার ওসি মোঃ হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় দু‍‍`জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. জাকির হাসান জানান-তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, দুই লাইনম্যানের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলা রুজু হয়েছে।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author