মুন্সীগঞ্জে গ্রামভিত্তিক ভিডিপির ১০দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষনের সমাপনী

Estimated read time 1 min read


অক্টোবর,০৩,২০২৪

আবু হানিফ রানা:


সারাদেশের ন্যায় গত রবিবার ২২ সেপ্টেম্বর সকাল ১১টার সময় একযুগে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় গ্রামভিত্তিক ভিডিপির ১০দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলা কমান্ডডেন্ট বিউটি আক্তার।


বৃহস্পতিবার সকাল ১১টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের সাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে গ্রামভিত্তিক ভিডিপির ১০দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষনের সমাপ্তি করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলা কমান্ডডেন্ট বিউটি আক্তার।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা পুরুষ প্রশিক্ষক ইকবাল হোসেন,মহিলা প্রশিক্ষিকা সোনিয়া আক্তার, ইউনিয়ন দলনেত্রীগন।


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলা কমান্ডডেন্ট বিউটি আক্তার বলেন,হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে এ উৎসব। এবছর মুন্সীগঞ্জ জেলায় ৩৩৭টি পুজামন্ডপে দুর্গাপুজা উদযাপিত হবে। এরমধ্যে অতি গুরুত্বপুর্ণ ৮১টি,গুরুত্বপুর্ণ ৮৯টি,সাধারন ১৬৭টি মন্ডপ। এতে দ্বায়িত্ব পালনে আমাদের ২১৮৪জন জনবল থাকবে। টংগীবাড়ি উপজেলায় পুজামন্ডপ ৫৩টি,জনবল ৩৬৬ জন,লৌহজংয়ে পুজামন্ডপ ৩৩টি,জনবল ২০৮ জন,শ্রীনগরে পুজামন্ডপ ৮২টি, জনবল ৫৭২ জন,সিরাজদীখানে পুজামন্ডপ ১১৭টি জনবল ৭১০ জন,মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুজামন্ডপ ৪২টি,জনবল ২৬৮ জন,গজারিয়ায় পুজামন্ডপ ১০টি,জনবল ৬০ জন

ইতিমধ্যে সকল পুজামন্ডপ এলাকা প্রতিনিয়ত পরিদর্শন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলা কমান্ডডেন্ট বিউটি আক্তার ।


www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author