মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে গৃহবধুর উপর হামলা আহত ১

Estimated read time 1 min read

মে,০৭,২০২৪


নিজস্ব প্রতিবেদক


মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘাইকান্দি গ্রামের মৃত এবাদুল হক সাজির বাড়িতে পুর্ব বিরোধের জেরে প্রবাসি নুরুউদ্দিন সাজির স্ত্রী নাসিমা আক্তার (৩৯) উপর অর্তকিত হামলা চালায় প্রতিপক্ষ। এতে নাসিমা আক্তার গুরর্তর আহত হয়।


অভিযোগের আলোকে,গত ৫ মে রবিবার সকাল অনুমান ৯টা ৩০ মিনিটের সময় নাসিমা আক্তার তাহার নিজ বাড়িতে ঝড়ে ভেঙ্গে যাওয়া বাড়ির টিনের সীমানা প্রাচীর মেরামতের কাজ করতে গেলে অভিযুক্ত রাস্তার অপর পাশের বসতি আবুল কাশেমের বড় মেয়ে দক্ষিন চরমশুরা গ্রামের নুরুজ্জামান প্রবাসীর স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে বসবাস রত সামিয়া ইসলাম (২৫) ও তার মা রুবিনা বেগম (৪৫) বোন অন্নি আক্তার (১৬) ছোট ভাই মিলান হোসেন (১৪) সংঘবদ্ধভাবে দেশিয় অস্ত্র,লাঠি,ইট পাটকেল,বক কাঁচি নিয়ে নাসিমার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় লাটি দিয়ে আঘাত করিলে নাসিমা মাঠিতে পড়ে যায়, তারপর হামলাকারীরা এলোপাতারী মারধরের একপর্য়ায়ে নাসিমার বাম চোখের উপর বক কাঁচি দিয়ে আঘাত করে। এবং বাম হাতের কনইয়ের নিচে কুপসহ শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে। এসময় নাসিমা আক্তারের আত্মচিৎকারের আশে পাশের লোকজন এগিয়ে এসে হামলা থামানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশকে ফোন করলে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের এস আই কাউছার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নাসিমা উদ্বার করে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠায়।

পরে নাসিমা আক্তার হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় এসে হামলাকারী ৪জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী নাসিমা আক্তার বলেন, জমি সংক্রান্ত পুর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন হামলাকারীরা আমাকে হত্যার উদ্দ্যেশে এই অতর্কিত হামলা চালায়। আমাকে কিল ঘুষি,লাঠি দিয়ে বেদম প্রহার করে ,শরীরের বিভিন স্থান্নে বক কাঁচি দিয়ে কুপিয়েছে,চোখের উপর ধারালো বক কাচি দিয়ে আঘাত করেছে । চিকিৎসা নিলেও এখনো পর্যন্ত আমার চোখ দিয়ে আমি ভালোভাবে দেখতে পাইনা, আমাকে ওরা যে কোন সময় খুন করে লাশ গুম করে ফেলবে বলে নিয়মিত হুমকি দিয়ে আসছে। এর আগেও আমার উপর ওরা একাধিকবার হামলা করেছে এবং আমি ৯৯৯ এ ফোন দিয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি ও আমার পরিবারের লোকজনদের জানমালের নিরাপত্তার জন্য আইনের আশ্্রয় নিয়ে থানায় অভিযোগ করেছি, আমি চাই প্রশাসন যেন তাদের বিরুদ্ধে ঘটনার তদন্তক্রমে দ্রæত আইনী ব্যবস্থা নেয়।

এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুন্সীগঞ্জ থানার এস আই এনামূল হক বলেন,অভিযোগের আলোকে আমি ঘটনাস্থল তদন্ত করেছি খুব শ্রীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author