মুন্সীগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল কারাগারে

Estimated read time 1 min read

আগস্ট,২০,২০২৪

নিজস্ব প্রতিবেদক

হত্যা মামলায় মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলকে (৩৬) কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোহেলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক মন্ডল। পরে আমলী আদালত-১ এর সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ শুনানির জন্য আগামী ২৫ আগস্ট ধার্য করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত সোমবার বিকেলে মালয়েশিয়া পালানোর জন্য ভিসা ইস্যু করতে পাসপোর্ট নিয়ে ঢাকার নয়াপল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে যান সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের ওপর আক্রমণের ভিডিওতে সোহেলকে দেখে চিনে ফেলে ছাত্র-জনতা। এরপর সন্ধ্যার দিকে তাকে ধরে নিয়ে আসা হয় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখান থেকে উদ্ধারের পর রাতে মুন্সিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা দলের কাছে সোহেলকে তুলে দেয় র‌্যাব। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে সেনাসদস্যরা সোহেলকে আদালতে প্রেরণ করেন।

৪ আগস্ট সুপারমার্কেটে ছাত্র আন্দোলনে রিয়াজুল ফরাজীকে গুলি করে হত্যা করা হয়। এর দায়ে সোমবার মধ্যরাতে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে এজাহারনামীয় ২০৮ জনসহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের বিরুদ্ধে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রুমা বেগম।
www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author