মুন্সীগঞ্জের ২১৬০জন আনসার ও ভিডিপিকে পূজাকালীন ডিউটিতে করণীয় বর্জনীয় বিষয়ে ব্রিফিং

Estimated read time 1 min read


অক্টোবর,০৮,২০২৪


আবু হানিফ রানা:


আজ মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় ৩৩৩টি পূজামন্ডপে সর্বমোট ২১৬০জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যাকে পূজাকালীন ডিউটিতে করণীয় বর্জনীয় বিষয়ে ব্রিফিং প্রদান করা হয়।


৬টি উপজেলায় পৃথকভাবে ব্রিফিং প্রদানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) থানার অফিসার ইনচার্জ,উপজেলা আনসার ভিডিপি অফিসার,প্রশিক্ষক,প্রশিক্ষিকা,উপজেলা কমান্ডারগন।

মুন্সীগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি পূজমন্ডপ রয়েছে সিরাজদিখান উপজেলায়৷ এই উপজেলার মোট ১১৭ টি পূজামণ্ডপে ডিউটি করছে আনসার ভিডিপির সদস্যরা।

এই উপজেলার আজকের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট বিউটি আক্তার, সিরাজদিখান উপজেলার অফিসার ইন চার্জ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

এছাড়া অন্যান্য উপজেলায় এসংক্রান্ত সার্বিক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং প্রদান করেন স্ব স্ব উপজেলার উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্থানীয় পুলিশের ওসিসহ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।

www.bbcsangbad24.com

আরও দেখুন আমাদের সাথে......

More From Author